উখিয়া প্রতিনিধি :
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং বুডির ঘর এলাকায় কক্সবাজার গামী সিএনজি গাড়ী তল্লাশি চালিয়ে গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে উখিয়া থানার পুলিশ ৭৬১০ পিচ ইয়াবা সহ এক পাচারকারীকে হাতেনাতে আটক করেছে। অভিযানে নেতৃত্বদানকারী উখিয়া থানা পুলিশের উপ পরিদর্শক মোঃ শাহাজান কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুডির ঘর নামক এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৩ লক্ষাধিক টাকার ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা ব্যবসায়ী টেকনাফ উপজেলার হোয়াইক্যং লাতিরখোলা গ্রামের মোঃ আবু ছিদ্দিকের ছেলে আবু তাহের ২৫ কে আটক করা হয়েছে। উখিয়া থানার ওসি জহিরুল ইসলাম খান জানান, এ ব্যাপারে থানায় মামলা রুজু করা হয়েছে।