ওমর ফারুক ইমরান, উখিয়া :
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার কুতুপালং বুড়ির ঘর এলাকায় গতকাল সকাল ১১ টার দিকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৩,২৫০ পিস ইয়াবাসহ মোঃ সেলিম (৩০) কে আটক করেছে পুলিশ। সে টেকনাফ উপজেলার হোয়াক্ষ্যং ইউনিয়নের কাঞ্জন পাড়া গ্রামের মৃত আব্দু ছফির ছেলে। পুলিশ জানিয়েছেন মাইক্রোবাসে দুটি ডেকসিতে অভিনব কায়দায় রসির ভিতর মোড়ানো অবস্থায় কক্সবাজারে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারকারীকে আটক করা হয়। এ সময় গাড়ি চালক দ্রুত পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১০ লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ জানিয়েছেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ হাবিবুর রহমান জানান, থানার উপ-পরিদর্শক মোঃ জায়েদ নুরের নেতৃত্বে একদল পুলিশ ইয়াবা পাচারের খবর পেয়ে কুতুপালং বুড়ির ঘর এলাকায় থানার উপ-পরিদর্শক মোঃ শাহাজান কামাল, মোঃ মাজেদুল ইসলাম, সহকারী উপ- পরিদর্শক রনজিত সহ তাদের নেতৃত্বে ইয়াবা ও পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ হাবিবুর রহমান জানান।