এফ এম সুমন,পেকুয়া :
সম্প্রতি পেকুয়ার উজানটিয়া মগনামার বেড়িবাঁধ ভেঙে বঙ্গোপসাগরের সাথী করে ফেলে উজানটিয়া মগনামার মানুষকে।পানিতে তলিয়ে যায় এক তৃতীয়াংশ ঘরবাড়ি।মানুষের দূর্ভোগ চরম আকার ধারন করে।ত্রাণ এবং বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়।বন্যার পাশাপাশি মানুষের মাঝে পানি বাহিত বিভিন্ন রোগ দেখা দেয়।এই বন্যা পেড়িত মানুষের মাঝে চাল বিতরণ করেন পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু।তিনি এর আগে শুকনো খাবার ও নগত অর্থ বিতরণ করেন।তিনি আজ উজানটিয়ার ও মগনামার মানুষের মাঝে ১০০ বস্তা চাল বিতরণ করেন।এসময় উজানটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মিন্টু,ছিদ্দিক মেম্বার যুব নেতা নুরুল আলম,মইনউদ্দিন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন,আশেক এলাহি মুন্সী উপস্থিত ছিলেন।তিনি এই চাল গুলি দুইজন বন্ধুর কাছ থেকে বন্যা দুর্গত মানুষের জন্য সংগ্রহ করেন।