রবিবার , ৪ সেপ্টেম্বর ২০২২ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. blog
  2. Download Firmware
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. ইসলাম
  9. এক্সক্লুসিভ
  10. কক্সবাজার
  11. করোনাভাইরাস
  12. খেলাধুলা
  13. জাতীয়
  14. জেলা-উপজেলা
  15. পর্যটন

উত্তর প্রদেশের গোরখপুর ওয়ার্ডের মুসলিম নামগুলো বদলে গেল

প্রতিবেদক
কক্সবাজার আলো ডেস্কঃ
সেপ্টেম্বর ৪, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ

ভারতের উত্তর প্রদেশের গোরখপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের জারি করা একটি খসড়া সীমাবদ্ধতা আদেশের ফলে প্রায় অর্ধশতাধিক ওয়ার্ডের ‘মুসলিম শব্দযুক্ত নাম’ পরিবর্তন করা হয়েছে। এর কঠোর সমালোচনা করেছে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস নেতারা। গোরখপুরে প্রায় ৮০টি ওয়ার্ড আছে। এই মধ্যে বেশ কয়েকটি আদর্শ ব্যক্তিত্ব এবং বীর যোদ্ধাদের নামে নামকরণ করা হয়েছে।এই আদেশে মুসলিম শব্দ ‘মিয়া’ হচ্ছে মায়া এবং ‘আলী’ হচ্ছে আর্য।

শনিবার একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন যে এই নতুন নামগুলোর ব্যাপারে কারো কোনো আপত্তি থাকলে এক সপ্তাহের মধ্যে জানাতে পারেন এবং তা নিষ্পত্তির পর নামগুলোর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

সমাজবাদী পার্টির নেতা এবং ইসমাইলপুরের কর্পোরেটর শাহাব আনসারি অভিযোগ করেছেন যে এই নাম পরিবর্তন রাজনৈতিক মেরুকরণের চেষ্টা।

তিনি বলেন, এই বিষয়ে আজ রোববার দল একটি সভা করবে এবং সোমবার আপত্তি উত্থাপন করার জন্য একটি প্রতিনিধি দল জেলা ম্যাজিস্ট্রেটের সাথে দেখা করবে।

কংগ্রেস নেতা তালাত আজিজ নাম পরিবর্তনকে অর্থের অপচয় বলে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন করেছেন, ‘আমি বুঝতে পারছি না যে এই নাম পরিবর্তনের মাধ্যমে সরকার কী অর্জন করবে?’

তবে ভিন্ন মতামত দিয়েছেন মেয়র সীতারাম জয়সওয়াল। তিনি বলেছেন, নতুন নাম গর্বের অনুভূতি জাগায়।

সীতারাম বলেন, আশফাকুল্লাহ খান, শিব সিং চেত্রী, বাবা গম্ভীর নাথ, বাবা রাঘবদাস, ডাঃ রাজেন্দ্র প্রসাদ এবং মদন মোহন মালব্যের মতো ব্যক্তিত্বের নামে ওয়ার্ডগুলোর নামকরণ করা হয়েছে।

মিউনিসিপ্যাল​কমিশনার অবিনাশ সিং বলেছেন, এক সপ্তাহের মধ্যে অতিরিক্ত মুখ্য সচিব, লখনৌয়ের নগর উন্নয়ন দফতরের কাছে আপত্তি পাঠানো যেতে পারে। আপত্তি নিষ্পত্তির পর সীমানা অনুমোদন করা হবে বলে জানান তিনি।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের শহর গোরখপুরে এখন ৮০টি ওয়ার্ড থাকবে।

এর মধ্যে ‘মুসলিম শব্দযুক্ত’ মিয়া বাজার, মুফতিপুর, আলীনগর, তুর্কমানপুর, ইসমাইলপুর, রসুলপুর, হুমায়ুনপুর উত্তর, ঘোসিপূর্ব, দাউদপুর, জাফরা বাজার, কাজিপুর খুর্দ এবং চাক্কাস হোসেইন নামগুলো পরিবর্তন করা হয়েছে।

নাগরিক সংস্থার জারি করা আদেশ অনুসারে, এখন থেকে ‘ইলাহিবাগ’ হবে বন্ধু সিং নগর, ’ইসমাইলপুর’ সাহাবগঞ্জ এবং ‘জাফরা বাজার’ আত্মা রাম নগর হিসেবে পরিচিত হবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

সর্বশেষ - উপজেলা