নিজস্ব প্রতিবেদক : সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় ঘোষণা করা হবে আজ। রায় ঘোষণার আগে এখনো আসামিদের কক্সবাজার আদালতে হাজির করা হয়নি।
রায়কে কেন্দ্র করে সকাল আটটা থেকে ভুক্তভোগীর স্বজন, মিডিয়া কর্মী ও আইনজীবীরা আদালত চত্বরে অবস্থান নিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, দুপুর দুইটা নাগাদ আদালত শুনানিতে বসতে পারেন।
কারাগার সূত্র জানায়, আসামিদের নয়টার দিকে কারাগার থেকে বের করে মেডিকেল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
আসামিপক্ষের আইনজীবীরা জানান, স্বাস্থ্যপরীক্ষা শেষে ১২টার পর আদালতে আনা হবে আসামিদের।
রায়কে কেন্দ্র করে প্রচুর মানুষ আদালত প্রাঙ্গণে ভিড় করছেন। অনেকেই ব্যানার নিয়ে মানববন্ধনে দাঁড়িয়েছেন ফাঁসির দাবি নিয়ে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে ভুক্তভোগী সাংবাদিক ফরিদুল মোস্তফা জানান, আমি শুধু বেঁচে থাকতে ওসি প্রদীপের ফাঁসি কার্যকর দেখতে চাই।
২০২০ সালের ৩১ জুলাই ঈদুল আজহার আগের রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এপিবিএন চেকপোস্টে পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।