1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

এনামকে ষড়যন্ত্রমূলক গ্রেফতারে তার মায়ের নিন্দা ও বিবৃতি

  • আপডেটের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ৯৫ দেখা হয়েছে

বার্তা পরিবেশক :
পরিবেশ কর্মী এনামুল কবিরকে মিথ্যা ও হয়রানী মুলক মামলায় গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন তার মা শাকেরা বেগম।

বিবৃতিতে তিনি বলেন, গত ১৪ জুন (বুধবার) রাত সাড়ে ১১ টার দিকে কলাতলী রোড়ের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে নিজের ভাড়াকৃত দোকানে ডেকোরেশনের কাজ করার সময় কে বা কারা জানি না কতিপয় সাদা পোশাকধারী কয়েকজন লোক ৪০/৫০ জন মানুষের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে আমার ছেলে এনামুল কবিরকে একটি সাদা হায়েস মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। গত ১৪ জুন রাত থেকে ১৫ জুন পযন্ত বিভিন্ন জায়গায় খোঁজা খুজি করে কোন খোঁজ খবর পাওয়া যায় নি। ১৫ জুন (মঙ্গলবার) রাত সাড়ে ১১টার দিকে ইয়াবা পাওয়া গেছে মর্মে এবং ঐ দিন রাত সাড়ে ৭টায় গ্রেফতার দেখিয়ে একটি মিথ্যা মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়।

আমি এই জঘন্য মিথ্যা মামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবী জানাচ্ছি।

বিবৃতিদাতা :
শাকেরা বেগম
এনামুল কবিরের মা
লাইট হাউজ, কক্সবাজার।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com