1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

এবার মাটিতে মিশলেন সালমান খান!

  • আপডেটের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০১৫
  • ১০৭ দেখা হয়েছে
বিনোদন ডেস্ক : সূরজ দাসের সঙ্গে থাকছেন এখন ভাইজান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। নিজের প্রাসাদ সমান ফ্ল্যাট ছেড়ে এখন সাল্লুর ঠিকানা গুয়াহাটির কাঁচা এক বাড়িতে। না শরীরে নয়! লন্ডনের মাদাম তুসোর পর এবার মাটি দিয়ে সালমানের মূর্তি গড়েছেন সালমানের এক ভক্ত। ‘বজরঙ্গি ভাইজান”-কে ট্রিবিউ জানাতে সূরজ মাটির সালমান গড়েছেন। এই ঈদেরই মুক্তি পেয়ে সালমানের ‘বজরঙ্গি ভাইজান’। মুক্তি দু’দুটি ভেঙে ফেলেছেন নিজের তৈর ‘কিক’-এর রেকর্ড। রিলিজের একদিন পর এই ছবির কালেকশন ২৬ কোটি।
একটি ছোট মেয়েকে তাঁর দেশ পাকিস্তানে ফিরিয়ে দেওয়ার কাহিনি ‘বজরঙ্গি ভাইজান’। এই ছবিতে সালমান ছাড়াও রয়েছে কারিনা কাপুর ও নাওয়াজ উদ্দিন সিদ্দিকি।
১৮ জুলাই মুম্বাইয়ে ‘বজরঙ্গি ভাইজান’-এর স্পেশাল স্ক্রিনিং রেখেছিলেন সাল্লু। যেখানে মেয়ে ইরাকে নিয়ে মুভি দেখতে এসেছিলেন আমির খান। ছবিটি দেখে রীতিমতো ইমোশানাল হয়ে পড়েছিলেন নায়ক। পারফেকশনিস্টের নজরে ‘বজরঙ্গি ভাইজান’ এখন পর্যন্ত সলমনের বেস্ট পারফর্মম্যান্স। তাই এই সিনেমাটি সবাইকে দেখতে যাওয়ার অনুরোধ করলেন তিনি।
শুধু সালমান নয় ছোট হাশালির অভিনয়ে মুগ্ধ আমিরের কথায় “ছোট মেয়ের অসাধারণ। একেবারে আপনার হৃদয় ছুঁয়ে যাবে”।

এই বিভাগের আরও খবর
  • ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ‌্য মন্ত্রণালয়ে আবেদিত ।
Site Customized By NewsTech.Com