নিজস্ব প্রতিবেদন : কক্সবাজার শহরের শীর্ষ মানবপাচারকারী পলাতক আব্দুল্লাহ বিদ্যুতকে অবশেষে আটক করেছে র্যাব।
৪ জুন শনিবার বিকেল ৪টায় শহরের লালদিঘীর পাড় এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৭ । ৫টি মানবপাচার মামলার আসামী আব্দুল্লাহ বিদ্যুৎকে দীর্ঘদিন ধরে খুঁজছিল আইন শৃঙ্খলা বাহিনী। এরই প্রেক্ষিতে শনিবার তাকে আটক করা হয়। আব্দুল্লাহ বিদ্যুৎকে রামু খুনিয়াপালং উপজেলার মো. ফেরদৌসের ছেলে বলে জানা যায়।
র্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর মো. মহিউদ্দিন জানান, আব্দুল্লাহ তালিকাভুক্ত মানবপাচারকারী। সে বিভিন্ন সময় কক্সবাজার উপকূলকে ব্যবহার করে মানবপাচার করতো।
বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানান তিনি।