কক্সবাজার আলো :
কক্সবাজার শহরের তারাবনিয়ারছরা এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকদ্রব্যসহ মিয়ানমারের ২ জঙ্গীকে আটক করেছে র্যাব।
এরা হলেন-মিয়ানমারের মংডু জেলার উকিল পাড়ার মোঃ আব্দুল হাকিমের পুত্র মোঃ ইউনুছ (৩৫) ও একই জেলার জামবইন্ন্যার অলি আহমদের পুত্র মোঃ রফিক (২৬)।
এরা শহরের উত্তর তারাবনিয়ারছড়ার আলহাজ্ব আবু তাহেরের মালিকানাধীন এটি ভবনের ৩নং ফ্ল্যাটের ভাড়াটিয়া বাসিন্দা।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়-১টি বিদেশী পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিন, বিভিন্ন পিস্তলের ৪ রাউন্ড কার্তুজ, একে-৪৭ রাইফেলের ৫টি বেয়নেট চাকু ও ২টি টিপ চাকু, হাত-পা বেঁধে রাখার বিশেষ ধরণের ৫০টি রশি, ১০টি মুখোশ, ১’শ এমএল হাইড্রোজেন পারঅক্সাইড, সাড়ে ১৬ কেজি চুনের গুড়া, ১০লিটার নাইট্রিক এসিড, ২০ গ্রাম গন্ধকের গুড়া, ফিটকিরি ভাংগা, ৭টি বিদেশী নোট ও বিভিন্ন পরনের সরঞ্জামাদি।
তবে আটককৃতরা কোন জঙ্গী সংগঠনের সাথে সম্পৃক্ত তা নিশ্চিত করতে পারেনি র্যাব।
৬ সেপ্টেম্বর রবিবার দুপুরে কক্সবাজারস্থ র্যাব-৭ এর কোম্পানী অধিনায়কের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ খবর জানানো হয়।
র্যাব-৭ এর উপ-পরিচালক মেজর এএইচ মহিউদ্দিন জানান, ৫ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। প্রথমে শহরের কালুর দোকান থেকে ইউনুছকে অস্ত্রসহ আটক করা হয়। পরে তার স্বীকারোক্তিনুযায়ী তার বাড়িতে অভিযান চালিয়ে আরো অস্ত্র ও বিস্ফোরকসহ রফিককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জঙ্গী কার্যকলাপের সাথে জড়িত বলে স্বীকার করেছেন বলে জানান মেজর এএইচ মহিউদ্দিন পিপিএম। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।