মঙ্গলবার , ২৮ মার্চ ২০২৩ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. blog
  2. Download Firmware
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. ইসলাম
  9. এক্সক্লুসিভ
  10. কক্সবাজার
  11. করোনাভাইরাস
  12. খেলাধুলা
  13. জাতীয়
  14. জেলা-উপজেলা
  15. পর্যটন

কক্সবাজারে ইয়াবা মামলায় একজনের যাবজ্জীবন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক :
মার্চ ২৮, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ সদরের উত্তর লম্বরী এলাকা থেকে ১ লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় আহমদ কবির নামের আসামীর যাবজ্জীবন (৩০ বছর) সশ্রম কারাদণ্ড ও ৫ লক্ষ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ মার্চ) এসটি মামলা নং-৪৬৪/২২ শুনানী শেষে এ রায় ঘোষনা করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: ইসমাঈল। দ-িত আসামী টেকনাফ সদরের ২নং ওয়ার্ডের মিঠাপানির ছড়ার উত্তর লম্বরী এলাকার মো: হোছনের ছেলে। রায় ঘোষনাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর আসামী নুর মোহাম্মদ প্রকাশ খুলু (পলাতক) এর বিরুদ্ধে অভিযোগ প্রমান না হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফরিদুল আলম। আসামীপক্ষে ছিলেন এডভোকেট মাহামুদুল হক (মাহমুদ) ও এডভোকেট বাপ্পী শর্মা।
আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৫ জানুয়ারী আহমদ কবিরের মুরগীর খামার ১ লাখ ২২ হাজার ১৪০ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব-৭ এর দায়িত্বরত এসআই মোহাম্মদ শামসুল ইসলাম বাদি হয়ে টেকনাফ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণের (১০)-গ ধারামতে মামলা করেন।
টেকনাফ তৎকালিন এসআই মো: আবদুল বাতেন তদন্তশেষে ২০২১ সালের ৬ মার্চ আদালতে চার্জসীট প্রদান করেন।

সর্বশেষ - উপজেলা

আপনার জন্য নির্বাচিত