1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

কক্সবাজারে এনটিভি’র যুগ পুর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০১৫
  • ১০৫ দেখা হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি:

‘সময়ের সাথে আগামীর পথে’র এই শ্লোগানে বাংলা ভাষা আর সংস্কৃতিকে ধারণ করে কক্সবাজারে প্রতিষ্ঠার এক যুগপূর্তি উৎসব পালন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। এ উপলক্ষে ৩ জুলাই শুক্রবার বিকালে কক্সবাজার শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করে। কক্সবাজার শহরের শহীদ মিনার চত্তর থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে কক্সবাজার প্রেস ক্লাবে এসে শেষ হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রবীন সাংবাদিক আবু তাহের চৌধুরী, প্রবীন সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, বাংলাদেশ সংবাদ পত্র এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোহাম্মদ হাসিম, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র সাধারন সম্পাদক হাসানুর রশীদ, চ্যানেল আই’র কক্সবাজারস্থ স্টাফ রির্পোটার সরওয়ার আজম মানিক, কক্সবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল চৌধুরী, চ্যানেল নাইনের কক্সবাজার প্রতিনিধি জাবেদ ইকবাল চৌধুরী, নয়াদিগন্তের কক্সবাজার দক্ষিণ সংবাদদাতা গোলাম আজম খান, বনিক বার্তা কক্সবাজার প্রতিনিধি ইব্রাহিম খলিল মামুন, দ্যা রির্পোট কক্সবাজার প্রতিনিধি আবদুল্লাহ নয়ন, বিজয় টিভি’র কক্সবাজার প্রতিনিধি ইমাম খাইর, দেশ বিদেশের চীফ রির্পোটার মাহবুর রহমান মাহবুব, কক্সবাজার টাইমস (সিটিএন) প্রধান সম্পাদক সরওয়ার আলম, কক্সবাজার টাইমস (সিটিএন) এর নির্বাহী সম্পাদক ইসলাম মাহমুদ, এডভোকেট ফারুকুর জ্জামান প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার কক্সবাজার প্রতিনিধি,  অনলাইন পোর্টালের প্রতিনিধি, টেলিভিশনের ক্যামেরাপার্সন ও সুশীল সমাজের লোকজন এতে অংশ গ্রহণ করে। র‌্যালি শেষে এনটিভি কক্সবাজার জেলা প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com