কক্সবাজার আলো :
কক্সবাজার বাহারছড়া গোল চত্বর মোড়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পারভেজ নামে এক ট্যুরিস্ট পুলিশ সদস্য নিহত হয়েছেন। ২৩ জুলাই বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, সকালে সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টের সী-ওয়ার্ল্ড রোডে এক পর্যটকের কাছ থেকে মালামাল ছিনতাইয়ের চেষ্টা করছিল ছিনতাইকারীরা। এ সময় সাদা পোশাকে দায়িত্বরত পুলিশ কনস্টেবল পারভেজ ছিনতাইকারীদের ধরতে এগিয়ে গেলে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত পুলিশ সদস্যের বাড়ি কুমিল্লাহ। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তারা হচ্ছে কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার আবুল কালামের ছেলে আবু তাহের (২৮), একই এলাকার শাহ আলমের ছেলে আব্দুল মালেক (২৪)। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য পারভেজের লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়না তদন্ত শেষে কুমিল্লা জেলায় তার নিজ গ্রামের বাড়ীতে জানাজা শেষে দাফন করা হবে।