নিজস্ব প্রতিবেদক :
প্রথমে দুই কন্যা সন্তানকে কীট নাশক পান করিয়ে হত্যার পর মা নিজেই গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেছে।
২২ ডিসেম্বর বুধবার বিকাল সাড়ে ৫ টায়
কক্সবাজার জেলার ঈদগাঁও থানাধীন ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী গ্রামে চাঞ্চল্যকর মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী ও বিভিন্ন সুত্রে জানা গেছে, ঈদগাঁও উপজেলা ইসলামপুর ইউনিয়নের উত্তর নাপিতখালী গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে শহীদ উল্লাহর সাথে ঈদগাঁও মধ্যম ভোমরিয়া ঘোনা গ্রামের নুরুল কবিরের মেয়ে ইমতিয়াজ খানম জিসানের সাথে ইসলামী শরীয়া মতে বিয়ে হয়।
তাদের সংসার জুড়ে আসে (৫ বছর ও ২ বছর ) বছর বয়সী দুটি কন্যা সন্তান।
তাদের মধ্যে দীর্ঘদিন পারিবারিক কলহ চলে আসছিল।
বুধবার ২২ ডিসেম্বর বুধবার বিকাল ৫ টার দিকে (আছরের নামাজের পর) মা ইমতিয়াজ খানম জিসান (২৪) প্রথমে দুই কন্যা জাবিন (৫) ও জেরিন (২) শিশুকে হত্যার পর মা নিজে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
স্থানীয়রা আরও জানান, ঘটনার পরপরই প্রতিবেশীরা লাশ উদ্ধার করেন।
আত্মহনন করা গৃহবধু জেরিনোর স্বামী শহীদ উল্লাহ একজন লবন ব্যবসায়ী।
ঘটনার সময় তিনি বাড়ী ছিলেন না। ব্যবসায়ীক কাজে কক্সবাজারের মহেশখালী এলাকায় ছিলেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল আলম।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবদুল হালিম বলেন, ২ কন্যা সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনাটি শুনেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।