বলরাম দাশ অনুপম, কক্সবাজার : পর্যটন শহর কক্সবাজারে দীর্ঘদিন ধরে পৌর কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই আইডি ও হোল্ডিং নম্বর দেয়ার নাম করে প্রতারণা চালিয়ে আসছে আমার দেখা বাংলাদেশ ফাউন্ডেশন নামের একটি সংস্থা। এনিয়ে পৌর মেয়র ও কাউন্সিলরদের মধ্যে একাধিকবার বাকবিতন্ডার ঘটনাও ঘটেছে। এদিয়ে এসব ঘটনায় সংস্থাটির কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। জানা যায়-২০১৩ সালের ২০ মে থেকে কক্সবাজার শহরের বাহারছড়ায় একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে নিজেকে নির্বাহী পরিচালক দাবী করে নাসির নামের এক ব্যক্তি আইডি, হোল্ডিং নম্বর পৌরসভায় বসবাসরত বাসিন্দাদের মাঝে বিতরণের নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। অথচ পৌর কর্তৃপক্ষের অনুমতিই নেয়নি সংস্থাটি। এদিকে বিষয়টি নিশ্চিত হতে পেরে সংস্থাটির কার্যক্রম বন্ধ রাখার জন্য পৌর মেয়র সরওয়ার কামাল স্বাক্ষরিত একটি নোটিশ ২৩ জুন সংস্থার পরিচালক বরাবরে দেয়া হয়েছে। কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র রফিকুল ইসলাম জানান-আমার দেখা বাংলাদেশ ফাউন্ডেশন নামের সংস্থাটি পৌরবাসিকে মিথ্যা তথ্য দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তাই সংস্থার সকল কার্যক্রম পৌরসভার পক্ষ থেকে বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে সংস্থার নির্বাহী পরিচালক নাসিরের মুঠোফোন বন্ধ পাওয়ার কারণে বক্তব্যে নেয়া যায়নি।