1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

কক্সবাজার জেলাবাসীকে জামায়াতের ঈদ শুভেচ্ছা

  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০১৫
  • ৮৮ দেখা হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলাবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর ঘরে ঘরে পবিত্র ঈদের আগমনী বার্তা ছড়িয়ে পড়েছে। সংযম, তাকওয়া ও আতœশুদ্ধি অর্জনের মাধ্যমে বিশ্ব মুসলিম মাহে রামাদানকে বিদায় দিয়ে পবিত্র ঈদের খুশিতে নিজেদেরকে অবগাহন করার প্রস্তুতি নিচ্ছে। এমনি আনন্দক্ষণে আমি জেলাবাসীকে জানাই ঈদ মুবারক। তিনি বলেন, আতœসংযম ও তাকওয়ার ভিত্তিতে সমাজ গড়ে তোলার জন্য মাহে রামাদান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। মাহে রামাদানের সে শিক্ষা বাকী এগারমাস মেনে চলা আমাদের কর্তব্য। আমাদের সমাজ ব্যবস্থা যদি আল কুরআনের আলোয় আলোকিত হত তাহলে থাকত না বৈষম্য, বিভেদ, বঞ্চনা এবং নির্যাতন। থেমে যেত অসহায় বনি আদমের কান্না। ছড়িয়ে পড়ত জান্নাতের ফলগুধারা। ঈদের আনন্দক্ষণে আমরা এমনিই একটি সমাজ প্রত্যাশা করি। কাংখিত সে সমাজ প্রতিষ্ঠায় মাহে রামাদান আমাদের প্রতি বছর ডাক দিয়ে যায়। ঈদের খুশি ছড়িয়ে পড়–ক প্রতিটি ঘরে-ঘরে এবং আমাদের প্রতিটি দিন হোক ঈদের মত। ঈদ মুবারক।

এই বিভাগের আরও খবর
  • ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ‌্য মন্ত্রণালয়ে আবেদিত ।
Site Customized By NewsTech.Com