এম.এ আজিজ রাসেল :
কোন অঘটন ছাড়াই সম্পন্ন হয়েছে কক্সবাজার পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা ১২নং ওয়ার্ডের উপ-নির্বাচন। নির্বাচনে এই ওয়ার্ডের নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছে জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক এম. এ মনজুর।
তিনি ১৪৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী মোস্তাক আহমেদ শামীম পেয়েছেন ১২৩৭ ভোট। দু’জনের ভোটের ব্যবধান ২৫৫ ভোট।
রোববার ১২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল থেকে উৎসবমূখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ, র ্যাব ও বিজিবির সদস্যরা ব্যাপক কড়াকড়ি আরোপ করেন। তবে বিকাল ৩টার দিকে দু’পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা ভন্ডুল করে দেন। এছাড়া আর কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সাবেক কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবু’র মৃত্যুতে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদটি শূন্য হয়। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন বাবুর বড় ভাই মোস্তাক আহামদ শামীম, এম এ মঞ্জুর, শহীদুল ইসলাম, সোহেল আরমান ও আনচারুল করিম।
তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন এম এ মঞ্জুর।
কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন উপ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন।