1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন কক্সবাজারের এসপি হাসানুজ্জামান

  • আপডেটের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ৫৯ দেখা হয়েছে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম। শনিবার (১০ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা সদর হাসপাতালের টিকা কেন্দ্রে গিয়ে তিনি টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

একই কেন্দ্রে পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছিলেন। এসপি মো. হাসানুজ্জামান করোনার দ্বিতীয় ডোজ গ্রহণকালে হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুস সালেহীন, হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং টিকাদান কর্মীরা উপস্থিত ছিলেন। করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণের পর প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট আরো যাঁদের প্রচেষ্টায় দ্রুত বাংলাদেশে করোনা ভ্যাকসিন এসেছে এসপি মো: হাসানুজ্জামান তাঁদের ধন্যবাদ জানান।

করোনা সংক্রমণ মোকাবেলায় অগ্রসৈণিক এসপি মো. হাসানুজ্জামান করোনা টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পর সম্পূর্ণ সুস্থ আছেন বলে বিশ্বস্ত সুত্র জানিয়েছেন।

প্রসঙ্গত, এসপি মো. হাসানুজ্জামান পিপিএম কক্সবাজারে যোগদানের পর পরই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com