কক্সবাজার আলো :
মিয়ানমার থেকে ফেরত আসছে আরো ১৫৯ জন বাংলাদেশি। বৃহস্পতিবার তাদের ফিরিয়ে আনা হবে। এসব অভিবাসী প্রত্যাশী বাংলাদেশিদের ফেরতের বিষয়ে বিজিবি ও বিজিপির মধ্যে বৈঠকের সিদ্ধান্তসহ যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। জানা গেছে, সম্প্রতি মিয়ানমার উপকূল থেকে ৭২৭ জন অভিবাসীকে উদ্ধার করেছে সেদেশের নৌবাহিনী সদস্যরা। এসব অভিবাসীদের যাচাই বাছাই করার পর ইতোপূর্বে ১৫৫ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে মিয়ানমার। বাকিদের যাচাই-বাছাই করে ১৫৯ জন অভিবাসীকে ঘুমধুম সীমান্ত দিয়ে আগামীকাল ফেরত দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
কক্সবাজার ১৭ বিজিবির উপ-অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, আগামীকাল ১৫৯ জন অভিবাসীকে ফেরত আনার বিষয়ে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।