আব্বাস সিদ্দিকী, কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়ায় মাহিন্দ্র গাড়ীতে কুড়িয়ে পাওয়া ৫০ হাজার টাকা মালিককে ফেরৎ দিয়েছেন সাবেক ইউপির সদস্য মরহুম মাহাবুবুল হকের মেয়ে হুমায়রা আক্তার। গত মঙ্গলবার তিনি বাপের বাড়ীতে যাওয়ার পথে গাড়ীতে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ পান। পরে, বড় ভাই ইকবাল বাহার মানিককে সেখানে থাকা ৫০ হাজার টাকাসহ কাগজপত্র প্রকৃত মালিকের হাতে তুলে দেয়ার জন্য বুঝিয়ে দেন তিনি। তখন সংবাদকর্মী আব্বাস সিদ্দিকীর ফেসবুকে এ বিষয়ে ষ্ট্যাটাস দেন ইকবাল। কয়েক ঘন্টার পরে প্রকৃত মালিক শাফিয়া বেগম উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল হোছাইন ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য এনামুল হকের মাধ্যমে যোগাযোগ করেন। তাদের উপস্থিতিতে শাফিয়া বেগমকে জিজ্ঞেসা করলে হারিয়ে যাওয়া ব্যাগ ও টাকার পূর্ণাঙ্গ বিবরন দেন। পরে, ইউপি সদস্যরাসহ শাফিয়াকে টাকার ব্যাগ বুঝিয়ে দেন। হারানো টাকা প্রকৃত মালিককে বুঝিয়ে দিতে পারায় সন্তোষ প্রকাশ করেন ইকবাল বাহার মানিক। তিনি ইউপি সদস্য এনামুল হকের ভাতিজা।
টাকার মালিক পাশ্ববর্তী ১নং ওয়ার্ডের কিরণ পাড়া এলাকার জেলে আবদুল কাদেরের স্ত্রী শাফিয়া বেগম বলেন, শুঁটকি ব্যবসার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ী ফেরার পথে হারিয়ে ফেলেন। মরহুম মাহাবুবুল হকের মেয়ে হুমায়রা আক্তারের সততার কারণে সব টাকা ফেরত পেয়েছেন। এ টাকা না পেলে তার সংসার ভেঙ্গে যেতো বলে জানান।
এব্যাপারে ইউপি সদস্য এনামুল হক বলেন, তার বড় ভাইও সৎ ছিল। আজ তার ছেলে-মেয়েরা ৫০ হাজার টাকার ব্যাগ ফেরত দিয়ে সততার প্রমাণ দিয়েছে এটাই তার কাছে বড় সফলতা বলে জানান তিনি।