1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ

  • আপডেটের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৮ দেখা হয়েছে
কক্সবাজার আলো ডেস্ক :
কোরবানির পশুর কাঁচা লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে। ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৫০-৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০-৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ২২-২৫ টাকা এবং বকরির ১৫-১৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার ধানমন্ডিতে বাংলাদেশ ফিনিশড লেদার অ্যান্ড ফুটওয়ার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি আবু তাহের।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ট্যানারস্ অ্যাসোসিয়েশনের সভাপতি শাহিন আহমেদসহ এ খাতের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনটির সভাপতি আবু তাহের বলেন, আমাদের ফরেন মার্কেটে চামড়ার দাম কম, তাই লোকাল মার্কেটেও দাম কম হবে।
তিনি আরও বলেন, এবার বাইরের মার্কেটে বাংলাদেশের চামড়ার চাহিদা কমে যাওয়ায় এর চেয়ে বেশি দাম দেওয়া সম্ভব হচ্ছে না। এমনিতে আমরা অনেক লোকশানে আছি।

গতবার ঢাকার বাইরে এ দাম ছিল ৭০-৭৫ এবং বাইরে ৬০-৬৫ টাকা। এছাড়া প্রতি বর্গফুট খাসির লবণযুক্ত চামড়ার দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা এবং বকরির চামড়ার দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com