সাইফুল ইসলাম, টেকনাফ :
টেকনাফ সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগরে কোস্টগার্ডের অভিযানে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেটেসহ ৯ পাচারকারীকে আটকের খবর পাওয়া গেছে। এ সময় পাচারের কাজে ব্যবহৃত এফবি আল্লাহর দান নামে ট্রলারটি কোস্ট গার্ড হেফাজতে নেওয়া হয়েছে। ৬ ই সেপ্টেম্বর বিকাল ৩ ঘটিকার সময় সেন্ট মার্টিনের অদূরে বঙ্গোপসাগর দিয়ে ইয়াবা বড় চালান পাচারের গোপন সংবােদ কোস্ট গার্ড চট্রগ্রাম জোনের অধিনায়ক হাবীবুরের নেতৃেত্ব একটি ট্রলারে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবার চালান ৯ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। ইয়াবা ও পাচারকারীরসহ ট্রলার আটকের সত্যতা স্বীকার করেছেন টেকনাফ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার শাহেদ আজগর চৌধুরী।