নাইক্ষ্যংছড়ি দক্ষিন প্রতিনিধি :
ঘুমধুমে এক পঙ্গু সাবেক মেম্বারের বসত ভিটা দখলের জন্য স্থানীয় ভুমিদস্যু সন্ত্রাসীরা হামলা চালিয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় তার পরিবার চরম আতংকে রয়েছেন। পারিবারিক সুত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২৬৭ নং ঘুমধুম মৌজার বেতবনিয়া গ্রামের সাবেক মেম্বার গোলাম রহমান প্রঃ সোবাহানকে নিজ বসত ভিটা হতে উচ্ছেদ করে দখল করার জন্য স্থানীয় ভুমি গ্রাসি একটি সন্ত্রাসি চক্র দীর্ঘদিন যাবৎ নানা ভাবে নির্যাতন ও অত্যাচার করে আসছেন। সর্বশেষ গত ২৯ আগস্ট স্থানীয় ভুমিদস্যু সন্ত্রাসি ফরিদ আলম প্রঃ ঠান্ডু ড্রাইভারের নেতৃত্বে একদল সন্ত্রাসি এসে গোলাম রহমানের বসত ভিটার বিভিন্ন গাছপালা কাটতে থাকলে সোবাহানের স্ত্রী এসে বাধা দিলে সন্ত্রাসীরা তাকে শ্লিতাহানীর চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এই ব্যাপারে টান্ডু ড্রাইভারের কাছে জানতে চাইলে, তিনি ঘর নির্মানের জন্য গাছপালা কাটার কথা স্বীকার করলেও উক্ত জমি নিজের বলে দাবি করেন। বর্তমান সন্ত্রাসি চক্র সোবাহানকে নানা ভাবে হুমকি দিয়ে আসছেন। ফলে এই পঙ্গু সাবেক মেম্বারের পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছেন।এই ব্যাপারে গোলাম রহমান বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি এজাহার দায়ের করেছেন বলে জানা গেছে।