রবিবার , ১৪ মে ২০২৩ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
  1. blog
  2. Download Firmware
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন আদালত
  6. আন্তর্জাতিক
  7. আরো
  8. ইসলাম
  9. এক্সক্লুসিভ
  10. কক্সবাজার
  11. করোনাভাইরাস
  12. খেলাধুলা
  13. জাতীয়
  14. জেলা-উপজেলা
  15. পর্যটন

ঘূর্ণিঝড় মোখা: জলোচ্ছ্বাসের প্রভাব বাংলাদেশের চেয়ে মিয়ানমারে বেশি পড়বে

প্রতিবেদক
কক্সবাজার আলো ডেস্ক
মে ১৪, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূলে জলোচ্ছ্বাস হবে। তবে এর প্রভাব প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশে কম পড়বে। আজ রোববার (১৪ মে) সকালে এ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

এক সংক্ষিপ্ত বার্তায় সোশ্যাল মিডিয়ায় জানানো হয়, মিয়ানমারের তুলনায় বাংলাদেশের অংশে জলোচ্ছ্বাসের উচ্চতা কমপক্ষে ১-২ মিটার কম হবে।

এর আগে সর্বশেষ আবহওয়ার বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় স্থলভাগ অতিক্রমের সময় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮-১২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

আজ সকালে উপকূলীয় এলাকায় ‘মোখা’র অগ্রভাগের প্রভাব শুরু হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকাল ৩টার মধ্যে ঘূর্ণিঝড়টি কক্সবাজার-উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে।

আজ ভোররাতে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপৎসংকেত, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত ও মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর।

ঘূর্ণিঝড়টি শনিবার দিবাগত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে ও পায়রা সমুদ্রবন্দর থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছিল।

ঝড়ের কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘণ্টায় ১৯০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতিপ্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাজের এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

সর্বশেষ - উপজেলা