শীর্ষ নিউজ, চট্টগ্রাম :
চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ২ জামায়াত-শিবির কর্মীসহ বিভিন্ন মামলার ৯০ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এই সময় ৮ বোতল ফেনসিডিল, ১৮০লিটার মদ, ১২৫পিস ইয়াবা ও ৫৬০গ্রাম গাজা উদ্ধার করা হয়। বুধবার রাতভর এই অভিযান চালানো হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান বিষয়টি নিশ্চিত করে শীর্ষ নিউজকে জানান, অভিযানে সাতকানিয়া থেকে জামায়াতের ১, শিবিরের ১, নিয়মিত মামলার ১৭, ওয়ারেন্টভুক্ত ৬৫ ও অন্যান্য মামলার ৬জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ভুজপুর থেকে ফেনসিডিল, বাঁশখালী থেকে মদ এবং সিতাকুন্ড থেকে গাজা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদেরকে আজ আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।