কক্সবাজার আলো ডেস্ক :
চট্টগ্রামে বিভিন্ন মামলার ১৫৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ৪৩৪ পিস ইয়াবা ও ৭৪ লিটার মদ উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে এসব মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার ২৪ জন ও ওয়ারেন্টভুক্ত ১৩০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি