নগরীর পাঁচলাইশ থানার ফরেস্ট গেইট এলাকা থেকে ২৬টি স্বর্ণের বারসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানা পুলিশ তাদের আটক করে। নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরেস্ট গেইট এলাকায় পৃথকভাবে সিএনজি অটোরিক্সায় করে তিনজন এবং প্রাইভেট কারে চড়ে তিনজন আসে। সিএনজি অটোরিক্সায় তল্লাশি চালিয়ে পুলিশ ১৮টি এবং প্রাইভেট কার থেকে ৮টি স্বর্ণের বার উদ্ধার করে। আটক ছয়জনের মধ্যে শফিউল নামে একজন আছেন, তার বাড়ি হাটহাজারী উপজেলায়। শফিউল সোমবার সকালে দুবাই থেকে চট্টগ্রামে এসেছেন।
শফিউল দুবাই থেকে কয়েকটি স্বর্ণের বার নিয়ে চট্টগ্রামে এসেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ বাংলানিউজকে বলেন, শফিউল দুবাই থেকে স্বর্ণের বার নিয়ে চট্টগ্রামে আসেন। দুবাই থেকে আসার পর নিজের বাসায় না গিয়ে সে হিলভিউ আবাসিক এলাকায় একটি বাসায় যায়। সেখানে ছয়জন মিলে বৈঠক করে। তারপর স্বর্ণের বারগুলো দুই ভাগ করে নির্দিষ্ট গন্তব্যে নিয়ে যাচ্ছিল।
হিলভিউ’র বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানান উপ পুলিশ কমিশনার পরিতোষ।