দ্য রিপোর্ট : রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় পুলিশের দায়ের করা চার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। রিজভীর পক্ষে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার তার জামিন মঞ্জুর করেন। আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা অবরোধ-হরতালের সময় নাশকতার অভিযোগে রিজভীর বিরুদ্ধে এ সব মামলা দায়ের করা হয়।