পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় বন্যা দূর্গোতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন পেকুয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জমিদার বাড়ী প্রবীন সমাজ হিতৈষী মরহুম আলহাজ¦ মোকতার আহম্মদ চৌধুরীর পরিবারের পক্ষে জৈষ্ট পুত্র আছরার আহম্মদ চৌং। গত বুধ ও বৃহষ্পতিবার থেকে সদর ইউনিযনের ছিরাদিয়া, বাইম্যাখালী, মঈয়াদিয়া, ভোলাইয়াঘোনা, বাঘগুজারা, বলির পাড়া, পুর্বগোঁয়াখালী, উত্তর পাড়া, নন্দির পাড়া ও বকসুচৌকিদার পাড়ায় প্রায় ২হাজার পরিবারের মাঝে শুকেনো খাবার বিতরণ করা হয়েছে। নাছির উদ্দিন ও ছৈদুল হকের সার্বিক সহযোগীতায় মরহুম মোকতার আহম্মদ চৌং জৈষ্ট পুত্র আছরার আহম্মদ চৌধুরী নেতৃত্বে একটি প্রতিনিধি টিম মাইক্রো ফোনের মাধ্যমে পাড়া-মহল্লায় গিয়ে ক্ষতি গ্রস্থ পরিবারের লোকদের ডেকে এ শুকনো খাদ্য শষ্য সামগ্রী তুলে দেন। এব্যাপারে আছরার আহম্মদ চৌধুরী জানান আমাদেও পরিবারের পক্ষে থেকে দূর্গোত এলাকার ক্ষতি গ্রস্থ প্রতিটি পরিবারে ত্রাণ পৌছিয়ে দেওয়া হবে। সমাজের ভিত্তবানরা এগিয়ে আসলে বন্যা কবলিত এলাকার দূর্গোত মানুষের দুঃখ লাগব কিছুটা সম্ভব হবে।