এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
“সরকারী মাল, দরিয়ামে ঢাল” এ অবস্থা হয়েছে কোটি টাকা মূল্যের সরকারী সম্পদ ও যন্ত্রপাতির। কক্সবাজার সদরের উপকূলীয় ইউনিয়ন খ্যাত চৌফলদন্ডী ব্রীজ সংলগ্ন স্থানে র্দীঘদিন যাবত লবনাক্ত পানিতে অযতœ অবহেলায় পড়ে থেকে ক্ষয়ে-পঁচে-ঝরে যাচ্ছে মূল্যবান একটি ফেরী ও খালের দু’পাশে দুইটি বেইলি ব্রীজের অংশ বিশেষ ও যন্ত্রপাতি। জানা যায়, ঈদগাঁও- চৌফলদন্ডীর-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের চৌফলদন্ডী খালের উপর ব্রীজ নির্মিত হওয়ার পূর্বে যানবাহন পারাপারের জন্য ফেরী সর্ভিস চালু করে। তখন ফেরীতে যানবাহন উঠানামার সুবিধার্থে দু’পাশে দুইটি বেইলি ব্রীজ ও দুটি স্টীল নির্মিত পন্টুন স্থাপন করা হয়। পরবর্তীতে উপরোক্ত খালের উপর আর সি সি ব্রীজ নির্মিত হলে ফেরী, বেইলি ব্রীজ ও পন্টুনের প্রয়োজনীয়তা শেষ হয়। কিন্তু ব্রীজ চালু হওয়ার পর ব্রীজ দিয়ে যানবাহন চলাচল শুরু হওয়ার প্রায় বছরাধিক গত হলেও কোটি কোটি টাকা মূল্যের এসব সরকারী সম্পদ রক্ষনাবেক্ষন অথবা সরিয়ে নেয়া হয়নি এখনো। ফলে ঝড়ে ভিজে ও রোদে পুড়ে নষ্ট হচ্ছে এসব সরকারী মূল্যবান যন্ত্রপাতি। খালের উত্তর তীরে ব্রীজ সংলগ্ন পুর্ব পার্শ্বে মূল্যবান একটি ফেরী ও বেইলি ব্রীজ অযতেœ-অবহেলায় পড়ে রয়েছে। এছাড়া ও ফেরীর অংশ বিশেষ ঝরে গেছে। প্রতিদিন সাগরের জোয়ার ভাটায় লবণাক্ত পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়া এসব মূল্যবান যন্ত্রপাতি ও ফেরী এখন জেলেদের জাল শুকাবার কাজে ব্যবহৃত হচ্ছে। এসব যেন দেখার কেউ নেই।