ইমরান হোসাইন, পেকুয়া :
পেকুয়ায় পূর্ণিমার জোয়ারে উপকূলীয় ইউনিয়ন উজানটিয়া প্লাবিত হয়ে পড়েছে। সাগরের প্রচন্ড জোয়ারের পানির ¯্র্েরাতে ওই ইউনিয়নের টেকপাড়া অংশের প্রায় ২০চেইন এর অধিক বেড়ীবাঁধ বিলিন হয়ে গেছে। বিলিন হওয়া অংশ দিয়ে গত ১১আগষ্ট বুধবার থেকে উজানটিয়া খালের জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে পূর্ব ও দক্ষিনাংশের বিস্তির্ণ এলাকা প্লাবিত হযেছে। কক্সবাজারের পানি উন্নয়ন বোর্ড নিয়ন্ত্রিত ৬৫.২বি ফোল্ডারের বেড়িবাঁধের টেকপাড়া অংশ দীর্ঘদিন ধরে ছিল চরম ঝুঁকিতে। চলতি পূর্নিমার ভরা তিথিতে গত কয়েকদিন ধরে সাগরের পানি আকষ্মিক ভাবে বৃদ্ধি পায়। আর এতে ওই বিধ্বস্ত অংশ বেড়ীবাঁধ সম্পূর্ন বিলিন হয়ে যায়। এতে করে উপকূলীয় উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া, নূরীরপাড়া, মালেকপাড়া ও সুন্দরীপাড়াসহ বেশ কয়েকটি গ্রাম জোয়ারের পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। ফলে, এসব এলাকায় গত কয়েকদিন ধরে নতুন করে জন দূর্ভোগ চরম আকার ধারণ করেছে। প্রায় অর্ধ শতাধিক মৎস্য ঘের ও শত শত পুকুর জোয়ারের পানিতে তলিয়ে গেছে। চলতি বর্ষায় উঠতি আঁউশ ধানের ফসলের শত শত একর জমি ডুবে চাষীদের আবাদ অনিশ্চিত হয়েছে। জোয়ারের পানিতে এসব গ্রামের গ্রামীণ অবকাটামো ও রাস্তাঘাটও পানিতে ডুবে রয়েছে। অন্তত দুই থেকে আড়াই হাজার মানূষ পানি বন্ধী হয়েছে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছেন। উজানটিয়া ইউপি’র চেয়ারম্যান এ.টি.এম শহিদুল ইসলাম চৌধুরী জানান, দ্রুততম সময়ের মধ্যে ভাংগন অংশ সংষ্কার করা না হলে তার ইউনিয়নের বিপুল জনগোষ্টি শতাব্দির ভয়াবহ দূর্ভোগের মধ্যে থাকবে। এছাড়া, তিনি আরো জানান, তার গ্রামের করিয়ারদিয়া এলাকার তিন পয়েন্ট ও মধ্যম উজানটিয়ার ফেরাসিংগাপাড়া পয়েন্টে বেড়ীবাঁধ চরম ঝুঁকিপূর্ন অবস্থায় উপনীত হয়েছে মন্তব্য করে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন। এদিকে খবর পেয়ে গতকাল পরিদর্শনে এসেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসাইন। এর আগে তিনি উপজেলা নির্বাহী কর্তকর্তা মোঃ মারুফুর রশিদ খানের কার্যালয়ে পেকুয়া বন্যার পানিতে বেসে নিহত শিশু জাহিদের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। প্লাবিত এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধরণ সমাপাদক আল্হাজ¦ সালাউদ্দিন আহমদ সিআইপি, চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলম, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যন শাফায়েত আজিজ রাজু, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুর রশিদ খান, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম. নুরুজ্জামান মঞ্জু, চকরিয়া আ’লীগ নেতা ফজলুল করিম সাঈদী, পেকুয়া উপজেলা আ’লীগের সভাপতি আ ক.ম সাহাব উদ্দিন ফরায়েজী, সহ সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পেকুয়া জাতীয় পার্টির সদস্য সচিব সাংবাদিক এম. দিদারুল করিম, আ’লীগ নেতা ওয়াহিদুর রহমান ওয়ারেচী, আবুল শামা শামিম, মোঃ ফরিদুল আলমসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।