টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)। ১৫ আগষ্ট ভোরে হ্নীলা ইউনিয়নের জাদিমোড়া সীমান্তের নাফনদীতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী এলজি ও দুই রাউন্ড তাঁজা কার্তুজ ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
টেকনাফস্থ ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত আগ্নেয়াস্ত্র টেকনাফ থানায় জমা করা হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।