টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে বিজিবি’র পৃথক অভিযানে আটক ইয়াবাসহ ৩ পাচারকারীকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। টেকনাফ ৪২ বিজিবি’র অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল হান্নান খান জানান, ৮ সেপ্টেম্বর সকাল পৌনে ৭টায় দমদমিয়া চেকপোষ্টে বিওপি’র সুবেদার মোঃ ইউসুফ মিয়ার নেতৃত্বে একটি নিয়মিত টহল দল কক্সবাজারগামী স্পেশাল সার্ভিসে (চট্ট মেট্রো-জ-১১-০১৬১) তল্লাশী চালিয়ে ১৩ হাজার ৮শ’ টাকা মূল্যমানের ৪৬ পিস ইয়াবাসহ টেকনাফের সাবরাং পানছড়িপাড়া এলাকার আব্দুল গফুরের পুত্র জাবেদ মোরশেদকে (২২) আটক করে। অপরদিকে একইদিন সকাল পৌনে ১১ টায় নাজিরপাড়া বিওপিতে নায়েক সুবেদার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টিম ঐ এলাকার আব্দুর রহিমের বসত ঘরের অভিযান চালিয়ে ২৮ হাজার ২শ’ টাকা টাকা মূল্যমানের ৯৪ পিচ ইয়াবাসহ মোঃ সামসু মিয়ার পুত্র আব্দুর রহিম ও নাজিরপাড়া এলাকার মোঃ মোনতাজ মিয়ার পুত্র মোঃ জসীম উদ্দিনকে (২৮) আটক করে। পরে আটককৃতদের টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবালের কাছে হস্থান্তও করলে মোবাইল কোর্টের মাধ্যমে জাবেদ মোরশেদকে ৬ মাস, আব্দুর রহিম ও মোঃ জসীম উদ্দিনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট প্রকাশ্যে জনসম্মুখে ধ্বংস করে সাজাপ্রাপ্ত আসামীকে কারাগারে প্রেরণের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।