টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপে এক ব্যক্তিকে অপহরণ করেছে দুর্বৃত্ত্বরা। অপহৃত ব্যক্তি শাহপরীরদ্বীপ পূর্ব পাড়ার আবু ছিদ্দিকের ছেলে মো. হোসেন(৫০)। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন অপহৃত’র স্ত্রী রহিমা খাতুন। অপহৃতর স্ত্রী রহিমা খাতুন বলেন, গত ২১ আগস্ট শুক্রবার বিকালে শাহপরীরদ্বীপ তিন রাস্তার বাজারে স্বামী মো. হোসেন(৫০) নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য হাটে গেলে একই ইউনিয়নের হাজি পাড়ার আলী আহমদের ছেলে বাদশা মিয়া, কোনার পাড়ার মৃত অলি আহমদের ছেলে হোসন আহমদ, দক্ষিণ পাড়ার মৃত মো.হাসিমের স্ত্রী খতিজা মকপুড়ার মমতাজ মিয়ার স্ত্রী আয়েশা প্রকাশ আশুসহ কয়েকজন লোক তার স্বামীকে জোরপূর্বক একটি সিএনজি গাড়ীতে তুলে নিয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে বিভিন্ন জায়গায় খোজাঁখুজি করে না পেয়ে স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে অবহিত করা হয়। ২৪ আগষ্ট সোমবার এব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার জানান, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তা এএসআই আমিনুল ইসলামকে তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।