বার্তা পরিবেশক :
টেকনাফে গ্রামীণফোণ ডিস্ট্রিভিশন হাউস মোবাইল হেভেনের পক্ষ বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ সেপ্টম্বর রবি বার সকালে মোবাইল হেভেনের নিজস্ব ভবন হ্যাপী ম্যানশন এর নিচ তলায় শুকনো খাবার বিতরণ কালে উপস্থিত ছিলেন গ্রামীণ ফোনের উখিয়া-টেকনাফ ডিস্ট্রিভিউটর মোবাইল হেভেন এর ম্যানিজিং ডিরেক্টর আবদুল করিম, টেকনাফ বিকাশ ডিস্ট্রিভিউট মোহাম্মদ আলী, দৈনিক সাগর দেশ পত্রিকার নিবার্হী সম্পাদক সাইফুল ইসলাম সাইফী, গ্রামীণ ফোন কাস্টমার কেয়ার এর পরিচালক আবদুর রহিম, মোবাইল হেভেনের ডিস্ট্রিভিশন ম্যানেজার মোহাম্মদ হোসাইনসহ কর্মকর্তা, কর্মচারী ও অন্যান্যরা। ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে টেকনাফে ব্যপক ক্ষয়-ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা গ্রামীণ ফোন এর পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ পেয়ে স্বস্তির নিশ^াস ফেলে গ্রামীণ ফোনের উখিয়া-টেকনাফ ডিস্ট্রিভিউটর মোবাইল হেভেন এর ম্যানিজিং ডিরেক্টর আবদুল করিম এর জন্য দোয়া করেন।