সাইফুল ইসলাম, টেকনাফ :
সীমান্ত উপজেলা টেকনাফে তিন কোটি টাকা মূল্যের এক লক্ষ (১০০০০০) পিস ইয়াবা বড়ি জব্দ করেছে ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) । ২৮ জুলাই রাত বারটা দশ মিনিটের সময় টেকনাফ ৪২ বিিজবির আওতাধীন টেকনাফ বিওপির টহলরত জওয়ানরা নতুন ট্রানজিট ঘাট এলাকা দিয়ে ইয়াবার বড় চালান পাচারের খবর পেয়ে সেখানে অবস্হান নেয়। এ সময় পাচারকারীরা বিজিবির অবস্হান বুঝতে পেরে বহনকরা ইয়াবা বড়ির প্যাকেট গুলো ফেলে অন্ধকারে দৌড়ে পালিয়ে যায়। টহলরত জওয়ানরা প্যাকেটভর্তি ইয়াবাগুলো উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবাসমূহ বর্তমানে বিজিবি হেফাজতে রয়েছে এবং পরিবর্তীতে সংশ্লিষ্ঠ উর্ধ্বতন কর্তৃপেক্ষর উপিস্হিতিতে ধ্বংস করা হবে বলে টেকনাফ ৪২ বিজিবি অধিনায়াক লে: কর্লেন মো: আবু জার আল জাহিদ জানান।