1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

টেকনাফে তিন চাকার গাড়ী চলাচলের দাবী শিকপ’র

  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০১৫
  • ৫০ দেখা হয়েছে

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফ উপজেলা স্কুল, কলেজ-মাদ্রাসা শিক্ষক-কর্মচারী কল্যান পরিষদের (শিকপ) এক জরুরী সভা ২ আগষ্ট সংগঠনের অস্থায়ী কার্যলয়ে সভাপতি আলহাজ্ব মোস্তাফা কামাল চৌধুরী মুছা সভাপতিত্বে ও যুগ্ন-সম্পাদক মুহাম্মদ আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় গত ১ আগষ্ট থেকে জাতীয় মহাসড়কে অটো রিক্সা, টমটম ও সিএনজি চলাচল নিষিদ্ধ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় বক্তারা বলেন, জাতীয় মহা সড়কে অটো রিক্সা, টমটম ও সিএনজি চলাচল বন্ধের উদ্দ্যেগকে স্বাগত জানালেও টেকনাফ-কক্সবাজার সংযোগ সড়কটি মহ সড়ক না হলেও বিনা অজুহাতে অটো রিক্সা, টমটম ও সিএনজি চলাচল বন্ধ করে দিয়ে হাজার হাজার স্কুলগামী কোমল মতি শিক্ষার্থীর যাতায়তের পথে বিঘœ সৃষ্টি করায় ক্ষোভ প্রকাশ করেন। আলোচনায় উপস্থিত প্রতিষ্ঠান প্রধানগণ নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির বিষয়ে নানা ভোগাান্তর বণর্না দেন। বক্তারা আরো বলেন, টেকনাফ উপজেলায় অবস্থানগতভাবে উত্তর-দক্ষিণ লম্বা। প্রতিষ্টানগুলো টেকনাফ-কক্সবাজার সড়কের পার্শ্বেই অবস্থান এবং বিকল্প রাস্তা-ঘাট না থাকায় অটো রিক্সা, টমটম ও সিএনজি গাড়ী চলতে পারেনা। প্রতিটি প্রতিষ্ঠান থেকে ছাত্র/ছাত্রীর বাড়ীর দূরত্ব কমবেশী ১৩-১৫ কি:মি: পর্যন্ত, রাস্তায় পরিবহণ ব্যবস্থা নেই। স্পেশাল সার্ভিস নামে সে সব চলাচল করে করে তাতে স্কুলগামী ছাত্র/ছাত্রীদের পরিবহন করেনা, সাধারণ যাত্রী সেবায় নিমিত্তে লোকাল কোন বাস নেই বললেই চলে। এমতাবস্থায় উক্ত সড়কে টো রিক্সা, টমটম ও সিএনজি চলাচল বন্ধ করে রাখলে দীর্ঘদিনের অর্জিত লক্ষ্য মাত্রা নিমিষেই ধংস হয়ে যাবে। টেকনাফ উপজেলা শিক্ষা-দীক্ষায় অনুন্নত ও অবেহেলিত জনপদ, গ্রামীন অবকাঠামো ও তত উন্নত নয়, অতি দ্রুত উক্ত সড়কে অটো রিক্সা, টমটম ও সিএনজি চলাচলের ব্যবস্থা না হলে অপ্রীতিকর ঘটনা সংঘঠিত হতে পাওে বিধায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আর্কষনসহ আশু সমস্যার সমাধান কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন, হ্নীলা শাহ মজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার মাদ্রাসার অধ্যক্ষ মাও: কামাল হোছাইন, জমিরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাও: ফরিদুল আলম নুরী, টেকনাফ বায়তুশ শরিফ দাখিল মাদ্রাসার সুপার আমির আহমদ, সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ-দৌলা, শামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ মঞ্জুর, নয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কান্তি বড়ুয়া, কানজর পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান, লম্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ঈসমাইল, নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় শেখর দত্ত, দারুত তাওহীদ বালিকা মাদ্রাসার সুপার হাসান আহমদ, বাহারুলুম মাদ্রাসার সুপার মফিজ আলম, খতিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার সুপার ফখরুল ইসলাম ফারুকী, লেদা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল আহমদ ও মৌলভী বাজার নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন প্রমূখ।

এই বিভাগের আরও খবর
  • © ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম
Site Customized By NewsTech.Com