কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) বেলা ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়ন হাজমপাড়া ও সাগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাহারছড়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড হাজম পাড়ার সোনা আলীর ছেলে রহমত উল্লাহ (৪০) ও একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বাইন্না পাড়ার নুরুল ইসলামের ছেলে ধইল্যা (২০)।
বিষয়টি নিশ্চিত করেন বাহারছড়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন।
তিনি বলেন, বুধবার বেলা ১১টার দিকে রহমত উল্লাহ (৪০) নামে এক কৃষক পানের বরজের ক্ষেত থেকে কাজ করে বাড়ি ফেরার পথে বজ্রপাতের কবলে পড়ে তার মৃত্যু হয়।
অপরদিকে ধইল্যা (২০) নামের এক যুবক সাগর পাড়ে কাজ করতে গেলে বজ্রপাতে তারও মৃত্যু হয় বলে তিনি জানান।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মছিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনার পর সাবেক এমপি আবদুর রহমান বদি, উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের বাড়িতে গিয়ে সমবেদনা ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন।