টেকনাফ প্রতিনিধি :
টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পাতালিয়া এলাকা থেকে একটি লাশ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। ১৫ আগষ্ট দুপুরে থানা পুলিশের একটি টিম লাশটি উদ্ধার করে কক্সবাজার মর্গে প্রেরণ করেছে।
টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান,স্থানীয়দের খবরের ভিত্তিতে ষাট বছর বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় সনাক্ত করা যায়নি।
স্থানীয় জেলে ফিরোজ আহমদ জানায়, প্রতিদিনের ন্যায় সাগরে মাছ শিকারে গেলে ফিরে আসার সময় সমুদ্রতীরবর্তী চরে লাশ দেখতে পায় জেলেরা। তা ইউপি সদস্য মোঃ ইউনুছকে অবগত করলে পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে। তবে জেলেরা লাশটির পরিচয় সনাক্ত করতে পারেনি।