সাদ্দাম হোসাইন, হ্নীলা :
টেকনাফে বিজিবি জওয়ানরা অভিযান চালিয়ে মিয়ানমার হতে পাচার হয়ে আসার পথে ১০ হাজার পিচ ইয়াবা জব্দ করে। তবে এসময় কাউকে আটক করতে পারে নি। জানা যায়, ১৬ জুলাই রাত ২টার দিকে নাজিরপাড়া বিওপির সুবেদার মোঃ জাকারিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল ৩ নং স্লুইচ গেইট সংলগ্ন মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৩০ লক্ষ টাকা মূল্যমানের ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে জানিয়েছে বিজিবি ৪২ ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী ।