সাইফুল ইসলাম, টেকনাফ :
টেকনাফ সীমান্তে ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। ২৩ই আগষ্ট বরিবার ভোর সাড়ে চার ঘটিকার সময় সাবরাং বিওপির বিজিবি জওয়ানরা সাবরাং নাফ নদীর কিনারায় কবির মেম্বারের প্রজেক্ট এলাকা দিয়ে একটি ইয়াবার বড় চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্হান নেয়। ইয়াবা পাচারকারী দল বিজিবির উপস্হিতি টের পেয়ে প্যাকেটে মুড়ানো ইয়াবা পেলে নদীর কিনারার প্যারাবন দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি জওয়ানরা পেলে যাওয়া ইয়াবাগুলো জব্দকরে।এ সময় পাচারকারীরা পালিয়ে বিজিবি টহল কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত ইয়াবা বর্তমানে ৪২ বিজিবি সদর দপ্তরে রাখা হয়েছে এবং পরিবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্হিতিতে নষ্ট করা হবে ৪২ বিজিবি অধিনায়ক মো: আবি জার আল জাহিদ জানান।