নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।
সোমবার (১০ জানুয়ারি) রাত ১০ দিকে সাবরাং এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক রোহিঙ্গা টেকনাফের ২৪ নং লেদা রোহিঙ্গা ক্যাম্পের ১ এ-৫ নং এর মৃত আবুল বাশারের ছেলে একরাম উদ্দীন (২৩)।
পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং অভিযান চালিয়ে আটককৃত রোহিঙ্গার হেফাজত থেকে ৬০ হাজার ইয়াবা উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।