সাইফুদ্দিন মোহাম্মদ মামুন, টেকনাফ :
টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়ার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আবু হারেছের পিতা আলহাজ সোলতান আহমদ সওদাগরের জানাযায় এমপি বদি বলেছেন, প্রত্যেককে একের পর এক দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে কেউ আজীবন থাকতে পারবেনা। তার জন্য সকলের উচিত সোলতান আহমদ সওদাগরের মত ভালো মানুষ হিসেবে তৈরী হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া। তিনি আরো বলেন, ব্যক্তি জীবনে আমরা একজন আদর্শবান ব্যক্তিকে হারালাম। ১০ আগষ্ট সকাল ১০ টায় টেকনাফ উপজেলা শহীদ মিনার চত্বরে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হওয়ার আগে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জানাযায় পুরো শহীদ মিনার চত্তরে শোকার্ত মানুষের ঢল নামে। এতে ইমামতি করেন মৌলভী আবুল কাশেম। জানাযায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মরহুমার পুত্র কাউন্সিলর আবু হারেছ, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সভাপতি সরওয়ার আলম।