প্রেস বিজ্ঞপ্তি:
গতকাল রবিবার রাত সাড়ে ৯ টায় আসন্ন টেকনাফ সমিতি ইউএই’র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান উদযাপন কমিটির প্রাক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। প্রবীণ সদস্য ছৈয়দ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন টেকনাফ সমিতি ইউএই’র সভাপতি ড, মাওলানা আব্দুস সালাম, অর্থ সম্পাদক এডভোকেট মুহাম্মদ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আকবর, প্রচার সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ, নির্বাহী সদস্য খালেদ নাসের, সদস্য কামাল হোছাইন, আব্দুল আজিজ, আব্দুল মোনাফ, মুহাম্মদ আলম চৌধুরী, আহমদ উল্লাহ ও আবুল কালাম প্রমূখ। উক্ত সভায় ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান সফল ও সার্থক করতে এডভোকেট মুহাম্মদ ইদ্রিস কে প্রধান করে বিভাগীয় কমিটি গঠন করা হয়। এতে অন্যান্য সদস্যরা হলেন ছৈয়দ আকবর, মাওলানা আজিজ উল্লাহ, খালেদ নাসের ও আব্দুল আজিজ। সকল সদস্যদের শতভাগ উপস্থিত করতে প্রচার বিভাগ, খাদ্য বিভাগ, প্রকাশনা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
উল্লেখ্য টেকনাফ সমিতি ইউএই’র ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান ২০২৩ আগামী ঈদুল ফিতরের দিন বাদে আছর শারজাহ হুদায়বিয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হবে।