নিজস্ব প্রতিবেদক :
টেকনাফের উপকূলীয় অঞ্চল বাহারছড়া সমুদ্র সৈকত এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় জেলে নুরুল হক জানান, প্রতিদিনের ন্যায় জেলেরা মাছ শিকারে যাচ্ছিল। এসময় ডুবো চরে একটি লাশ ভাসতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় লাশটি শনাক্ত করা যায়নি।
টেকনাফ মডেল থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।