সাইফুল ইসলাম,টেকনাফ :
টেকনাফ সীমান্তে দুই কোটি চল্লিশ লাখ টাকা মূল্যের ৮০ হাজার পিসের ইয়াবার একটি বিশাল চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। ৯ই সেপ্টেম্বর বুধবার রাত সোয়া দশ ঘটিকায় বিজিবি ৪২ ব্যাটলিয়ােনর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খানের নেতৃত্বে দমদমিয়া বিওপির জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীর অভ্যন্তরে জইল্লার দ্বীপে দিয়ে ইয়াবার বড় চালান পাচারের খবর পেয়ে সেখানে অবস্হান নেয়। এ সময় পাচারকারী দল বিজিবির উপস্হিতি বুঝতে পেরে অন্ধকারে প্যাকেটে মুড়ানো ইয়াবা বড়ি পেলে দৌড়ে পালিয়ে যায়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।পরে বিজিবি জওয়ানরা ইয়াবার প্যাকেটগুলো জব্দ করে। জব্দকৃত ইয়াবাসমূহ বর্তমানে টেকনাফ সদর দপ্তরে রাখা হয়েছে এবং পরিবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্হিতে ধ্বংস করা হবে জানিয়েছেন বিজিবি ৪২ব্যাটলিয়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজর আবদুল হান্নান খান। ব্যাটলিয়ানের ভারপ্রাপ্ত কর্মকর্তা