মোঃ ইরফান উদ্দিন :
কক্সবাজার সদর ঝিলংজা ইউনিয়নের (৪ নং ওয়ার্ড) দক্ষিণ মূহুরী পাড়া দারুস সালাম জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন সম্পন্ন হয়েছে।
৭ জানুয়ারি (শুক্রবার) জুমার নামাজের পর দক্ষিণ মূহুরী পাড়া কবরস্থান সংলগ্ন মসজিদ মাঠে অত্র মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়।
অত্র এলাকার দুইবারের নির্বাচিত ইউপি সদস্য কুদরত উল্লাহ সিকদার ও সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতায় এই স্থাপনা কার্যক্রম অনুষ্টিত হয়
এতে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য ও ঝিলংজা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কুদরত উল্লাহ সিকদার, যুবলীগ নেতা মোঃ ইরফান উদ্দিন, মোঃ সালা উদ্দিন, ইসমাঈল (সরদার), মাওলানা আসলাম, খাইরুল আমিন,মোঃ আজিজ সহ এই মসজিদের ইমাম ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং অত্র এলাকার জনসাধারণ।