1. litonsaikat@gmail.com : neelsaikat :
  2. shahjahanauh@gmail.com : কক্সবাজার আলো : কক্সবাজার আলো
  3. syedalamtek@gmail.com : syedalam :
  4. bblythe20172018@mail.ru : traceyhowes586 :

নতুন ছবিতে ‘র’-এজেন্টের ভূমিকায় সোনাক্ষী

  • আপডেটের সময় : রবিবার, ১২ জুলাই, ২০১৫
  • ১৫৫ দেখা হয়েছে

বিনোদন ডেস্ক : নিশিকান্ত কামাত-পরিচালিত ২০১১-এর ‘ফোর্স’ ছবিটি ছিল এক তামিল ছবির হিন্দি রিমেক। এই ছবির সিকোয়েলে পরিচালকের দায়িত্ব নিচ্ছেন অবিনয় দেও। শুধু তাই নয়, এই দ্বিতীয় পর্বে বদলে যাচ্ছে অনেক কিছুই। যেমন, এবারে আর তামিল থেকে ধার করে নয়, মৌলিক চিত্রনাট্যেই এই দ্বিতীয় পর্বের কাজ চলছে। সব থেকে বড় কথা, এই ছবিতে বদলে যাচ্ছেন নায়িকাও। এবারের পর্বে সোনাক্ষী সিনহাকে দেখা যাবে এক ‘র’-এজেন্টের ভূমিকায়।  টুইটারে এই খবর নিজেই জানিয়েছেন নায়িকা। তবে এত কিছু বদলালেও, অপরিবর্তিত রয়েছেন প্রযোজক বিপুল শাহ এবং নায়ক জন আব্রাহাম।

এই বিভাগের আরও খবর
  • ২০১৪ - ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কক্সবাজার আলো .কম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ‌্য মন্ত্রণালয়ে আবেদিত ।
Site Customized By NewsTech.Com