: নাইজেরিয়ায় শক্তিশালী বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছে।
মঙ্গলবার দেশটির সোবান গাড়ি শহরে ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
সামরিক সূত্র ও বেসামরিক নাগরিকদের যৌথ টাস্ক ফোর্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দেড়টার দিকে উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে ওই হামলার ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে ঘটনার বিস্তারিত কিছু জানা যায়নি। হামলার দায় কেউ স্বীকার করেনি।
সূত্র থেকে জানা গেছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পেকট মার্কেটে এ বোমা হামলাটি হয়েছে।
তবে দেশটির বিদ্রোহী গোষ্ঠী বোকো হারাম ওই অঞ্চলে বেশ কিছু হামলা চালানোর দায় স্বীকার করেছে।
সূত্র: রয়টার্স