আগামী ১ আগস্ট থেকে জাতীয় মহাসড়কে অটোরিকশা ও অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ। সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ।এতে বলা হয়, সড়ক নিরাপত্তা বিধানে এ আদেশ ১ আগস্ট হতে কার্যকর হবে। সকল জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা ও অটোটেম্পু এবং সকল শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি মহাসড়কে অটোরিকশা ও অযান্ত্রিক যানবাহন দূর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। ঈদের সময়ে মহাসড়কে ব্যাপক হতাহতের ঘটনার জন্য দায়ী করা হয় এসব যানবাহন চলাচলকে।