এস.এম.ছগির আহমদ আজগরী,পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ার প্রবীন সংবাদকর্মী এ.বি.এম ছিদ্দিক গুরুতর অসুস্থ্য হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছেন। জানা যায়, পেকুয়ার প্রবীন সংবাদকর্মী সাংবাদিক এ.বি.এম. ছিদ্দিক বার্ধক্য জনিত কারণে অসুস্থ্য হন। সম্প্রতি তার পায়ে মারাত্মক আঘাতপ্রাপ্তের ঘটনা ঘঠলে প্রথমে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। কিন্তু এতে তার শাররীক অবস্থার কোন ধরনের পরিবর্তন না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক এ.বি.এম ছিদ্দিকের পায়ের আঘাত ও শাররীক অসুস্থতাকে গুরুতর মন্তব্য করলে কর্তৃপক্ষ তাকে হাসপাতালে ভর্তি করান। এসময় তার পায়ে মারাত্মক আঘাতের কথা জানিয়ে চিকিৎসকরা পায়ের অপারেশন করেন। গত প্রায় ১০/১৫দিন ধরে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ্য সংবাদকর্মী সাংবাদিক এ.বি.এম ছিদ্দিকের শাররীক অবস্থার সু’চিকিৎসা নিশ্চিত করতে সকল মহলের সহায়তা কামনা করে দোয়া চেয়েছেন তার পরিবার। উল্লেখ্য, পেকুয়ার প্রবীন সংবাদকর্মী সাংবাদিক এ.বি.এম.ছিদ্দিক জাতীয় দৈনিক মিল্লাত পত্রিকার মাধ্যমে গণমাধ্যমকর্মীর পেশায় জড়িয়ে দীর্ঘদিন ধরে এতদাঞ্চলের মাটি ও মানূষের কথামালা প্রিন্ট মিডিয়ায় তুলে ধরেছেন। বর্তমানেও তিনি ডাক সাইটের একাধিক জাতীয় দৈনিক পত্রিকায় রিপোর্টিংয়ে সংশ্লিষ্ট রয়েছেন। এদিকে, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন(বিওজেএ) পেকুয়া’র সভাপতি সাংবাদিক এস.এম.ছগির আহমদ আজগরী গুরুতর অসুস্থ্য সংবাদকর্মী প্রবীন সাংবাদিক এ.বি.এম ছিদ্দিক ও তার পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানিয়ে শাররীক অসুস্থতার অবসানে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।